সংবিধান হল একটি রাষ্ট্র পরিচালনার মূলসূত্র। সংবিধান বলতে মূলত কতগুলো লিখিত বা অলিখিত মৌলিক বিধিমালা কে বোঝায় যা কোন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক নির্ণয় করে এবং রাষ্ট্রিয় ক্ষমতা ব্যবহার ও বন্টনের নীতি নির্ধারণ করে। একটি রাষ্ট্রের সংবিধান হল সেই রাষ্ট্রের দর্পণ বা প্রতিচ্ছবি যার মাধ্যমে সেই জাতির জীবন পদ্ধতি ফুটে উঠে। এটিকে বলা হয় রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা দলিল।
বিভিন্ন আইন বিজ্ঞানী, দার্শনিক এবং রাষ্ট্র বিজ্ঞানীগণ বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে সংবিধানের সংজ্ঞা দিয়েছেন।
এরিস্টটলের মতে, 'A constitution is the way of life the state has chosen for itself.'
মার্কিন সংবিধান বিশারদ ডাইসির মতে, ''সকল প্রকার নিয়ম কানুন যা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অনুশীলন বা ক্ষমতার বন্টন কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সংবিধান বলা হয়।''
লেসলি লিপসন Democratic Civilization গ্রন্থে বলেছেন, ''সংবিধান হচ্ছে রাষ্টের প্রশাসনগত নিয়ম প্রনালী ও তার সঙ্গে নাগরিকদের সম্পর্ক সংবলিত একটি রাজনৈতিক প্রকল্প। বলা বাহুল্য, এই প্রকল্পের মূল কাঠামো হল লিখিত সংবিধান।''
লর্ড ব্রাইস এর মতে, ''রাষ্ট্রিয় জীবন পরিচালনার জন্য আইন রীতিনীতির সমষ্টিকেই সংবিধান বলা হয়।''
সি এফ স্ট্রং বলেছেন, ''সংবিধান বলতে এমন কতিপয় নিয়ম কানুনের সমষ্টিকে বোঝায় যার দ্বারা সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার এবং এ দুয়ের মাঝে সম্পর্ক নির্ধারিত হয়।''
এ থেকে প্রতীয়মান হয় যে, সংবিধান হল কতিপয় নিয়ম কানুন যা সরকার গঠন, দেশ পরিচালনা, সরকার ও জনগনের অবস্থান নির্ণয় এবং সর্বোপরি পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে মূলসুত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে।
এ থেকে প্রতীয়মান হয় যে, সংবিধান হল কতিপয় নিয়ম কানুন যা সরকার গঠন, দেশ পরিচালনা, সরকার ও জনগনের অবস্থান নির্ণয় এবং সর্বোপরি পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে মূলসুত্র হিসেবে বিবেচিত হয়ে থাকে।
No comments:
Post a Comment