কা কা করি সারাক্ষন। কারো উল্টা পুল্টা কাজ সহ্য হয় না। তখন বেশি কা কা করি। দিল দরিয়া মানুষ। আমি তুমি ছাড়া কিছু বুঝি না। দুই এর মধ্যে তিনের কথা শুনতে অপছন্দ করি। পরচর্চা শুনলে খুনাখুনি শুরু করি।
ধন্যবাদ পেতে পছন্দ করি না। এমনিতেই হাইট অনেক কম। তাই দয়া করে ধন্যবাদ দিয়ে কেউ ছোট করবেন না। বন্ধু হিসাবে উচ্চমানের হলেও বয়ফ্রেন্ড বা জীবনসঙ্গী হিসেবে অত্যন্ত নিম্নমানের। সার্টিফাইড।
আমার বুদ্ধি পায়ের তলায়। এই ব্যাপারটা আমি টের পেয়েছি যখন আমি দেখলাম যে পায়েচারি করার সময় বুদ্ধি খুব খুলে যায়। অনেক জটিল চিন্তা ধাঁ ধাঁর সমাধান ও বেরিয়ে আসে। খুলির ভিতর বুদ্ধি থাকলে যে কোন অবস্থায় কাজ করার কথা। কিন্তু তা না হয়ে পায়েচারি করার সময় ঘটে। তাই আমার ধারণা আমার বুদ্ধি পুরোটাই পায়ের তলায়।
ধন্যবাদ পেতে পছন্দ করি না। এমনিতেই হাইট অনেক কম। তাই দয়া করে ধন্যবাদ দিয়ে কেউ ছোট করবেন না। বন্ধু হিসাবে উচ্চমানের হলেও বয়ফ্রেন্ড বা জীবনসঙ্গী হিসেবে অত্যন্ত নিম্নমানের। সার্টিফাইড।
জিবে দয়া করে যেইজন, সেই জন সেবিছে ঈশ্বর। খুব প্রিয় উক্তি। তাই আমি সুযোগ পেলেই জিবে দয়া করি। জিবে দয়া করতে তেমন উল্লেখযোগ্য কোন পদ দরকার নেই। স্বাদযুক্ত সকল কিছুই জিবে দয়ার অন্তর্ভুক্ত।
আমার বুদ্ধি পায়ের তলায়। এই ব্যাপারটা আমি টের পেয়েছি যখন আমি দেখলাম যে পায়েচারি করার সময় বুদ্ধি খুব খুলে যায়। অনেক জটিল চিন্তা ধাঁ ধাঁর সমাধান ও বেরিয়ে আসে। খুলির ভিতর বুদ্ধি থাকলে যে কোন অবস্থায় কাজ করার কথা। কিন্তু তা না হয়ে পায়েচারি করার সময় ঘটে। তাই আমার ধারণা আমার বুদ্ধি পুরোটাই পায়ের তলায়।
মারাত্মক আশাবাদী প্রাণী। মানুষের মধ্যে ঠিক খাপ খাই না। আচরণ বনের পশুর মত। গাধা প্রিয় প্রাণীদের একটি। সে নিঃশব্দে ভার বহন করে কিন্তু প্রতিবাদ করে না। জীবনে গাধা হতে চাই। কিন্তু পারছি না। গাধা হওয়া সোজা না। তাই আমি কাক হয়েছি। খোলা আকাশে উড়ে বেড়াব তাই। আকাশ দেখতে ভালো লাগে। দিন রাত সব সময়। একটা টেলিস্কোপের খুব সখ ছিল। কিন্তু এখন আর সখ নাই। নিজেকে মহাজ্ঞানী ভাবতে ভালো লাগে। বুদ্ধিবৃত্তি পিঁপড়ার চেয়ে বেশি কিছু হবে বলে মনে হয় না। মানুষের মাঝে কেউ কেউ আমার কাছ থেকে হারিয়ে যেতে চায়। তাকে হারিয়ে যেতে দেই। সে হারিয়ে যায়। অনেক বছর পর সে আবার ফিরে আসে। তাকে আসতে হয় আমার কাছে। পর বলে আমার কেউ নেই। সবাই আমার আপন। তাই বেশি বেশি ঝামেলায় পড়ি। উপকার করতে ভালো লাগে। কেউ উপকার না নিতে চাইলে ল্যাং দিয়ে ঠ্যাং ভেঙ্গে তারপর উপকার করি। রাস্তার কুকুরদের সাথে আমার ভালো সখ্যতা আছে। তারা আমাকে প্রায়ই সঙ্গ দেয়। নিজেকে কুকুর করে ফেলার চেষ্টায় আছি। কিন্তু পারছি না। অধ্যবসায়ের অভাব আছে। মৌজ মাস্তি না করতে পারি না। বিড়ি ফুকি কিন্তু আর কিছু খাই না। দয়া করে সবাই আমার কাছ থেকে সাবধানে থাকবেন।
জানি না কবে যে আলোকচিত্রের ভূত রক্তে মিশে গেল। সেই ২০০৩ থেকে শুরু। পৈতৃক সুত্রে প্রাপ্ত ফুজি কোম্পানির ফুজিকা ১৯৮৪ সালের মডেল দিয়ে। তারপর থেকে চলছে। ৩২ টা ছবির মধ্যে ১ টা ভালো হলে নাকি অনেক ভালো আলোকচিত্রশিল্পী। আমার অবশ্য ৩২০০০ থেকে ১ টা ভালো হয়। তাতে মনে দুঃখ নেই। মরার আগে ঐ স্কেলে যেতে পারলেই চলবে। দেখি কি হয়...
উপরে বর্ণীত সকল তথ্য সঠিক। কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু খোঁজার চেষ্টা করলে তাকে কিলিয়ে ভর্তা করা হবে।
দাঁড়কাক
কাকস্য পরিবেদনা অধিদপ্তর
কাকস্য পরিবেদনা অধিদপ্তর
২৪/৭ জোশ আছি
No comments:
Post a Comment