Wednesday, September 4, 2013

কিভাবে এলো বাংলাদেশের সংবিধান?

বাংলাদেশের প্রণীত সংবিধান জাতীর জন্য এক আশির্বাদ স্বরূপ। কেননা যেখানে ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করে নিজস্ব সংবিধান রচনায় ব্যয় করেছে প্রায় ৩ বছর (১৯৪৭-৪৯)  পাকিস্তান ব্যয় করেছে প্রায় ৯ বছর (১৯৪৭-১৯৫৬) সেখানে একটি নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সময় লেগেছে মাত্র ৯ মাস (এপ্রিল'৭২-ডিসেম্বার'৭২)। 

বিভিন্ন মহলের ৯৮ টি সুপারিশের ভিত্তিতে, ৭৪ টি বৈঠকে ৩০০ ঘন্টা সময়ে সংবিধান প্রণয়ন করা হয়। জাতীয় সংসদে মুক্ত বিতর্কের মাধ্যমে ৪ নভেম্বার ১৯৭২ সালে বিপুল ভোটাধিক্যে গৃহীত হবার পর ১৬ ডিসেম্বার ১৯৭২ থেকে কার্যকর হয়।

বাংলাদেশের সংবিধান প্রণয়নকে কয়েকটি ধাপে বিভক্ত করা যায়ঃ

১) ১৯৭২ সালের ১০ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে মুক্তি পেয়ে বাংলদেশে প্রত্যাবর্তন করেন এবং ১১ জানুয়ারী থেকে অস্থায়ী শাসনতান্ত্রিক আদেশ জারি করেন। এ আদেশ অনুযায়ী একটি গনপরিষদ গঠিত হয়।

২) গনপরিষদের সদস্য কারা হবেন এ ব্যাপারে সময়ের অভাব হেতু ১৯৭০ সালের নির্বাচনকে ভিত্তি করে জাতীয় পরিষদের ১৬৯ জন এবং প্রাদেশিক পরিষদের ৩০০ জন নিয়ে গণপরিষদ গঠন করা হয়। পরে এ সংখ্যা বেড়ে হয় ৪০৪ জন। এদের মধ্যে একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু।

৩) ১৯৭২ সালের ১০ এপ্রিল গনপরিষদের ১ম অধিবেশন হয়। এ অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। এ অধিবেশনে ৩৪ সদস্য বিশিষ্ট ''খসড়া সংবিধান প্রণয়ন কমিটি'' গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় দেশের প্রখ্যাত আইন বিশেষজ্ঞ ও তৎকালীন সরকারের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ড.কামাল হোসেন কে।

৪) বিভিন্ন দেশের সংবিধান গবেষনা করে খসড়া সংবিধান তৈরি করা হয়। ৪ নভেম্বার ১৯৭২  এ খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয়। 

৫) ১৪ ডিসেম্বার ১৯৭২ গনপরিষদের সদস্যবৃন্দ খসড়া সংবিধানে স্বাক্ষর করেন। তবে এতে ন্যাপ এর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত স্বাক্ষর করা থেকে বিরত থাকেন।

৬) ১৬ ডিসেম্বার ১৯৭২ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়। 

1 comment:

  1. Read all primary points} to certain you|ensure you|be certain to} qualify and might play the video games you take pleasure in. Gamblers can use mobile on line casino bonus codes to claim welcome presents, free spins, 카지노 and different deals that can get bonus cash into your on line casino account. Once you log in, navigate to the promotions tab to see what is out there.

    ReplyDelete