_____মুক্তি বাহিনী____
একরাশ প্রশ্নের সমন্বয়
কখন, কেমন কি, কোথায় আশ্চর্য-বিস্ময়।
অদ্ভুত রহস্য ভীষণ দৃশ্য আকারে প্রকারে
বিশ্ব ভূলোক কাঁপিয়া উঠে প্রচণ্ড রণ হুংকারে
মহাসমুদ্রের মহাতরঙ্গ রণ খেলায় মেতেছে
মহা ধুমধামে সমারোহে অরিবধ চলিছে।
মহা উল্লাসে মহা অভিযান কি মধুর রণ বেহাগে
নাচিয়া গাহিয়া হতেছে আগুয়ান শত্রু হননের আবেগে
দিকে দিকে লোকমুখে শুনি (অশ্রুত রোম্যান্টিক) অলীক কাহিনী
আমাদের মুক্তি বাহিনী।
অপূর্ব সাধনা প্রণালী
বিবিধ সময়ে বিবিধ ঢং -সূর্য বর্ণালী।
মনের মত সজ্জায় চলেছে স্বতস্ফুর্ত প্রতিযোগিতা
উৎপীড়কের রক্তে সিনান করিবে ধরা আসবেনা আর ব্যর্থতা
কভু ভিখারির সাজ কভু মজুরের বেশ কভু শান্ত নিরীহ পথিক
কভু দৃশ্য কভু অদৃশ্য সমর ক্ষেত্রের অপরাজেয় সৈনিক।
কভু টোপর মাথায় কলসী চলে নদীর জলে- এ কোন সিপাহী?
কভু কচ্ছপ চলে মন্থর তালে "এসাপ্ট চার্জ" এর আরোহী
শত্রুরা ভ্রমে ট্রিগার চেপে ধরে জেনে মুক্তি বাহিনী
বিশ্ব জনতা শুনেছে কি আগে এমতি সত্য কাহিনী?
আমাদের মুক্তিবাহিনী।
আমাদের মুক্তি বাহিনী
অদ্রি শিখরে সাগরের জলে আকাশের নীলে চলে তার প্রদর্শনী
বাতাসের ভরে অরণ্যের মর্মরে অবাধ গতি
জর-অজড় প্রাণ নিষ্প্রাণ কিছুতেই আজ নেই স্থিতি।
বাতুলের সাজে কে যায় ওগো কে ঐ ফেরিওয়ালা
কারা গাহে বিদ্রোহী সুর "হাতুরী শাবল গাইতি চালা"
রাস্তার বাঁকে আয়ুধ সাজে কারা অপেক্ষ্মান কাদের তরে?
শ্রাবণে এল বহু পাক সৈন্যের মহা প্রয়াণের খবর এসবই বা কারা করে?
আমি ভাবি পান্ডুর ধরণীতে আসছে শান্তি বানী
আমাদের মুক্তি বাহিনী।
আমাদের মুক্তি বাহিনী
বাংলার সুখ স্বপ্নের হাতছানি।
পদ্মা মেঘনা যমুনার বীচি ভঙ্গ সুর
আবার গাহিল নব সঙ্গীত জ্বালিল দীপালি আনিল নতুন ভোর
সঞ্চারিল সবুজ প্রাণ-স্পন্দন, জুড়াল তনুমন ফুটিল মুখের ভাষা
আমরা জিগীষু আমরা জিঘাংসু আমরা শত্রু নাশা।
কোথায় পেনু মোরা অভ্রলিংহ শির কেমনে হইনু অভিবীর
কোথা থেকে আসিতেছে এত আলো এতো আশা ধরিত্রীর?
কোথা পেল আবার বৃদ্ধ বনিতা অমিয়তেজ নবতম জোয়ানী
সকল প্রশ্নের এক জবাব
আমাদের মুক্তি বাহিনী।
৮ আশ্বিন ১৩৭৮ বাংলা
মুক্তিযুদ্ধের সময় লোহারবন্দ ট্রেনিং ক্যাম্পে বসে আমার বাবার লেখা একটি কবিতা। কিছু কাগজ পত্র খুজতে খুজতে একটা পুরনো পান্ডুলিপিতে এই কবিতা টা পেয়েছি।
No comments:
Post a Comment