শব্দে শব্দ ঠুকে স্ফুলিঙ্গ তৈরি হয় না আর,
হয়ত সে শব্দে ধরে গেছে মরিচা,
দীর্ঘ রজনীর ওপার নক্ষত্র ঘুরে এসে
কারারুদ্ধ হয়ে গেছে এক অস্থির খাঁচায়।
স্থবির হয়ে গেছে মাংসাশী প্রানীরা, অথচ
জানে, ক্ষনেকে শুরু হবে যাত্রার।
যাযাবর ঢুড়ে নতুন তদন্তের সন্ধানে, যদি মেলে দু একটা!
শেকড়ে বেড়ে গিয়ে মৃত্তিকার গহীনে সন্ধান করে প্রাণের,
যদিও তারা কেবলি ক্ষণেকের।
অন্ধকার রাত্তিরে বাঁজখাই চিৎকারে সতত সতর্ক করে দিয়ে চলে যায় পুলিশের গাড়ি,
তবু স্ফুলিঙ্গের দেখা নেই।
হয়ত, আজ শব্দের শনিবার, শব্দেরা আজ নিয়েছে ছুটি,
তারা আজ ঘুমুচ্ছে তৃষ্ণার্ত চাতকের মত!
আহ! ঘুম!
কে জানে, সে ঘুম শেষ ঘুম কি না!!
No comments:
Post a Comment