Wednesday, October 9, 2013

পানের কান্ড পচা রোগ

লক্ষনঃ
১) ছত্রাক গাছের কান্ডে আক্রমন করে।
২) পাতা ঝরে পড়ে এবং ভেঙ্গে যায় বা শুকিয়ে যায়।
৩) বর্ষার সময় এর প্রকোপ বেশি দেখা যায়।

প্রতিকারঃ
১) রোগমুক্ত লতা লাগাতে হবে।
২) পানের বরজে যাতে সরাসরি রোদ না লাগে তার ব্যবস্থা করতে হবে।
৩) রোগাক্রান্ত লতা তুলে পুড়িয়ে ফেলতে হবে।
৪) প্রতি লিটার পানিতে ২ গ্রাম ম্যানকোজেব বা মেটালেক্রিল+ম্যানকোজেব মিশিয়ে প্রয়োগ করতে হবে।
৫) প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে ডাইফেনোকোনাজল মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে।

No comments:

Post a Comment