Wednesday, October 9, 2013

পানের শিকড় পচা রোগ

লক্ষনঃ
১) গোড়ার মাটি সংলগ্ন মধ্যপর্ব কাল রঙ ধারন করে এবং গোড়ায় সাদা সাদা তুলার আশের (মাইসেলিয়াম) মত দেখা যায়।
২) হাত দিয়ে চাপ দিলে পানের গোড়ার ছাল ছিঁড়ে পৃথক হয়ে যায় ও হাত পিচ্ছিল হয়ে যায়।

প্রতিকারঃ
১) রোগ মুক্ত লতা লাগাতে হবে।
২) রোগাক্রান্ত লতা তুলে পুড়িয়ে ফেলতে হবে।
৩) পানের বরজ পরিষ্কার রাখতে হবে।
৪) প্রতি লিটার পানিতে ২ গ্রাম কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক মিশিয়ে লতা রোপনের আগে মাটি শোধন করতে হবে।
৫) সরিষার খৈলের সাথে ম্যানকোজেব বা কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাক নাশক ব্যবহার করতে হবে। 

No comments:

Post a Comment